Song: E Shohore
Artist:  Rodoshi
Year: 2021
Viewed: 42 - Published at: 9 years ago

এ শহরের আনাচেকানাচে তোর পদধূলি
তোর অপেক্ষাতে রঙ ও তুলি
বেহালায় লেগে আছে তোর অগোছালো ছোঁয়া
সিগারেটের আগুনে নেই সেই ধোঁয়া

আকাশে ফেলে গেছিস এক বিশাল কালো দাগ
তুই না থাকায় আজ কোকিলেরা নির্বাক

এই বিশৃঙ্খল শহরে তোকে খুব মনে পরে
আড্ডা হাসিতে অঞ্জন দত্তের গানে
জীবনানন্দের কবিতায় তোকে মনে পরে

চা এর কাপে নেই তোর চুমুক
চাঁদের আর নেই একই মুখ
হেমন্তের মতো নেই তোর উষ্ণতা
আছে কতো কতো কতো জমে কথা

জীবনে ফেলে গেছিস এক বিশাল কালো দাগ
তুই না থাকায় আজ পুরো মহাকাশ নির্বাক

এই বিশৃঙ্খল শহরে তোকে খুব মনে পরে
আড্ডা হাসিতে অঞ্জন দত্তের গানে
জীবনানন্দের কবিতায় তোকে মনে পরে
শেষবারের মতো তোর মুখ ভরা হাসি দেখতে চাই

এই বিশৃঙ্খল শহরে তোকে খুব মনে পরে
আড্ডা হাসিতে অঞ্জন দত্তের গানে
জীবনানন্দের কবিতায় তোকে মনে পরে

( Rodoshi )
www.ChordsAZ.com

TAGS :