Song: Keu Kadbena
Artist:  Grizzle Tune
Year: 2020
Viewed: 10 - Published at: 4 years ago



আমাকে দুরে কোথাও নিয়ে চলো
যেখানে কেউ থাকবে না ।
তোমার নাম ধরে চিৎকার করলে
কেউ অবাক হয়ে দেখবে না ।
তোমার চোখের ভিতর তাকালে
আর কাওকে দেখব না ।



চোখদুটোর নগ্নতা বেড়ে চলেছে সীমাহীনভাবে
পাতাদুটো খেয়ে গেছে অনিদ্রায় ।
নিশ্বাসে শুধু মরা গন্ধ ভাসে
হয়ত ভিতরে ভিতরে সব পচে গলে গেছে হতাশায় ।
হারানোর অজীর্ণ জলাবর্ত কল্পনায়
ডুবে হয় এক জনম পরিত্যক্ত জলাশয় ।




আমাকে দুরে কোথাও নিয়ে চলো
যেখানে কেউ কাঁদবে না ।
তোমার ঠোটে ঠোট রাখলে
আর ঘড়ির কাটা ঘুরবে না ।
কালো মেঘের ছায়ার নাগালে
তুমি আমি আর থাকব না ।


আমাকে দুরে কোথাও নিয়ে চলো
যেখানে কেউ থাকবে না ।
তোমার নাম ধরে চিৎকার করলে
কেউ অবাক হয়ে দেখবে না ।
তোমার চোখের ভিতর তাকালে
আর কাওকে দেখব না ।

( Grizzle Tune )
www.ChordsAZ.com

TAGS :