Song: Mone Pore Tomay Bare Bar
Year: 2021
Viewed: 13 - Published at: 9 years ago

মনে পরে আমার সেই বিকেল বেলা
মনে পরে তোমার সাথে আমার পথ চলা

মনে পরে আমার সেই বিকেল বেলা
মনে পরে তোমার সাথে আমার পথ চলা

মনে পড়ে তোমার সাথে
আমার প্রথম দেখা

কবে হয়েছে প্রেম দুজনার
মনে পড়ে তোমায় বারে বার

কবে হয়েছে প্রেম দুজনার
মনে পড়ে তোমায় বারে বার


তুমি ভরদুপুরে দাঁড়িয়েছিলে
আমি জানলা খুলে উঁকি দিয়েছি

তুমি আমার দিকে যখন তাকালে
আমি তোমায় দেখে মুগ্ধ হয়েছি
মনে পরে আমার সেই বিকেল বেলা
মনে পরে তোমার সাথে আমার পথ চলা

মনে পড়ে তোমার সাথে
আমার প্রথম দেখা

কবে হয়েছে প্রেম দুজনার
মনে পড়ে তোমায় বারে বার

কবে হয়েছে প্রেম দুজনার
মনে পড়ে তোমায় বারে বার

( Ariyan Mehedi )
www.ChordsAZ.com

TAGS :