Song: Nirghum Raat
Artist:  RJSKEN
Year: 2021
Viewed: 21 - Published at: 5 years ago

(Chorus)
রাত নির্ঘুম, বসে আছি আমি
দক্ষিণের জানালা খুলে
যত নির্বাক অভিমান এ মনে
আজ সবটুকু নিলাম তুলে

(pre-chorus)
"কেউ শুনত না যা বলতাম কানে কানে
এখন বলবো কিছু গল্প গানে গানে"

(Verse - 1)
পার হয়ে গেলো কত মাস, দিলিনা খোঁজ খবর
অত:পর এক মাস-ও লাগে যে শতবছর
অথচ সেদিনই শুনলাম তোর কন্ঠস্বর
ছিলাম নির্বোধ অবশ্যই, বুঝিনি ইশারা তোর
শুন্য পড়ে আছে হ্রদয়ের যে বাড়িঘর
চোখের সামনে ভাসে সারাক্ষণ চেহারা তোর
খুজে পাইনি ভালোবাসার কারন এখনো
জানিনা তুই আমার না হলেও কেমনে আমি তোর

ছাদের উপরে রাতের অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে ভাবছি আমি তোর কথা
প্রথম যখন ধরে ছিলাম তোর হাত, তখন ভাবিনি এত মনে পড়বে সেই মুহুর্তটা
যদি করে থাকি ক্ষতি তবে মাফ করে দিও
তোমায় গল্প শুনাতে চাই আবার, তাই
অজানা ঠিকানায় পাঠানো চিঠিটা পড়ে নিও
যা ছিল তা এখন আর নেই আমার

(Verse - 2)
চলে গেলি তুই গেলো না তোর কালো যাদু
ভুলতে দেবো না আমাকে, আমি না এত সাধু
ভরে না তোর মন, কত আর ভালোবাসবো?
থাকি একই শহরে তবুও পথ কেন এতোটা দূর?

আজ না হক কাল দেখা ত হবেই, নাই আমার তাড়া ভীষণ
'RJSKEN' আমার নামে ছিলি, আছিস, থাকবি সারাজীবন
আর যে দিন কাটে মনে তোর ছবি আঁকি
লোকে বলে বেশ ছ্যাঁকা নাকি খেয়েছি যদিও শেষ দেখা বাকি, অবুঝ তারা ভীষণ

ছোট চোখে দেখেছি বড় স্বপ্ন তোকে নিয়ে
যদিও সব কিছু আমার হাতে নাই
নাজানি কি পেয়েছি এতোটা সময় তোকে দিয়ে
তোকে ছাড়া শুধু আঁধার কাছে পাই
Put your head on my shoulder কিন্তু আমি 'Lin yi' না
ভুলে যাস না যে আমি তোর কে
পার করে HD, লক্ষ্য 4K কারন হারাতে তোর আকাশের স্পষ্ট নীলিমায়

( RJSKEN )
www.ChordsAZ.com

TAGS :