Song: Ojothai
Artist:  Oblique
Year: 2021
Viewed: 66 - Published at: 10 years ago

অনেক দূরে তোকে ছেড়ে
অচেনা মানুষের ভিড়ে
কোনো এক নতুন শহরে

প্রতিদিন তোর কথা ভাবি
মনে এখনও তোর ছবি
একলা জানালাতে চাঁদের আলোয়

তোর চুলে কি এখনও মাতাল হাওয়া খেলে?
তোর মুখে কি এখনও জাগে হাসি ক্ষণে ক্ষণে?
তুই কি এখনও ভিজিস বৃষ্টিতে?
কখনও কি আমায় ভাবিস তুই আনমনে?

কখনও বুঝিনি, কখনও ভাবিনি
হারিয়ে গেলি তুই কোথায়, কখন
কখনও বুঝিনি, কখনও ভাবিনি
হারিয়ে গেলি তুই কোথায়, কখন

প্রতিদিন তোর কথা ভাবি
মনে এখনও তোর ছবি
একলা জানালাতে চাঁদের আলোয়
তোর চুলে কি এখনও মাতাল হাওয়া খেলে?
তোর মুখে কি এখনও জাগে হাসি ক্ষণে ক্ষণে?
তুই কি এখনও ভিজিস বৃষ্টিতে?
কখনও কি আমায় ভাবিস তুই আনমনে?
আনমনে...

তোর মুখে কি এখনও জাগে হাসি ক্ষণে ক্ষণে?
কখনও কি আমায় ভাবিস তুই আনমনে?

( Oblique )
www.ChordsAZ.com

TAGS :