Song: Shoroter Shesh Thekey
Artist:  Pritom Hasan
Year: 2021
Viewed: 73 - Published at: 9 years ago

[Verse 1]
গ্রীষ্মতে
ছায়ার মতো শীতল চোখ তোমার
মেঘ হয়ে
ঢেকেছে যত রোদ জানালার

[Pre-Chorus 1]
হয়নি সাহস কথা বলার তবু
তোমার নামে
লিখে গেছি এক চিঠি শতবার

[Chorus]
শরতের শেষ থেকে
বসন্ত পুরোটা ভেবে তোমাকে
কেটে যাবে
যদি মন থেকে
ডেকে দেখো আমায় পেয়ে যাবে
পেয়ে যাবে

[Verse 2]
যে রাতে
তোমার দু'চোখ ঘুমহীন আবার
সেই রাতে
তোমার কাছে পাঠাবো চাঁদ আমার
[Pre-Chorus 2]
আলো দেবে সে জেগে রাতভর
তারার সাথে
আর গল্প শোনাবে তোমার আমার

[Chorus]
শরতের শেষ থেকে
বসন্ত পুরোটা ভেবে তোমাকে
কেটে যাবে
যদি মন থেকে
ডেকে দেখো আমায় পেয়ে যাবে
পেয়ে যাবে

[Outro]
শরতের শেষ থেকে
শরতের শেষ থেকে

( Pritom Hasan )
www.ChordsAZ.com

TAGS :