অনেকদিন পরে এসেছি এখানে
যেখানে তুমি রঙ্গিন ফুল ফোঁটাতে
ওই আকাশের নীলে
ভোরের আলোয় আমার এই মনে রক্ত ঝরে
চারিদিকের সব সুখী মানুষের কান্নায়
আরও দূরে সরে
ওই আঁধারের বাগানে একা জেগে
জোনাক জ্বলা মন নিয়ে দাঁড়িয়ে কি দেখো
কাকে কেন খোঁজো?
ভোরের আলোয় আমার এই মনে রক্ত ঝরে
চারিদিকের সব সুখী মানুষের কান্নায়
যেখানে তুমি রঙ্গিন ফুল ফোঁটাতে
ওই আকাশের নীলে
ভোরের আলোয় আমার এই মনে রক্ত ঝরে
চারিদিকের সব সুখী মানুষের কান্নায়
আরও দূরে সরে
ওই আঁধারের বাগানে একা জেগে
জোনাক জ্বলা মন নিয়ে দাঁড়িয়ে কি দেখো
কাকে কেন খোঁজো?
ভোরের আলোয় আমার এই মনে রক্ত ঝরে
চারিদিকের সব সুখী মানুষের কান্নায়
( Jon Kabir )
www.ChordsAZ.com