Song: Shukhi Manusher Kanna
Artist:  Jon Kabir
Year: 2021
Viewed: 3 - Published at: a month ago

অনেকদিন পরে এসেছি এখানে
যেখানে তুমি রঙ্গিন ফুল ফোঁটাতে
ওই আকাশের নীলে

ভোরের আলোয় আমার এই মনে রক্ত ঝরে
চারিদিকের সব সুখী মানুষের কান্নায়

আরও দূরে সরে
ওই আঁধারের বাগানে একা জেগে
জোনাক জ্বলা মন নিয়ে দাঁড়িয়ে কি দেখো
কাকে কেন খোঁজো?

ভোরের আলোয় আমার এই মনে রক্ত ঝরে
চারিদিকের সব সুখী মানুষের কান্নায়

( Jon Kabir )
www.ChordsAZ.com

TAGS :