Song: Smritir Abhidhan
Artist:  NERVE BD
Year: 2019
Viewed: 47 - Published at: 7 years ago

[Verse 1]
আমার শুকনো হৃদয় কোষে বইতে শুরু করেছে
এক নতুন উষ্ণ আমেজ
বস করেছে অবশ শরীরে আলতো হলুদ আলো
অসহনশীল বাস্তব যন্ত্রণারা আমার স্পর্শ পায়না।

[Pre-Chorus]
আশাহীন আমার এই দেহে
ছায়াহীন হাতের ছোয়া
বিচ্ছিন্ন হচ্ছে আমার
সব দুঃখ ছায়া।

[Chorus]
আমি ঘুনে ধরা চোখে শুধু আঁকছি তোমাকে
চাইছি ধারণ করতে তোমায় অভিনিবেশে।।

[Verse 2]
ডাকছি তোমাকে আমার ক্ষীণ কথার সুরে
রাখছি অদৃশ্য আমার লেখা গানের শব্দে।

[Pre-Chorus]
চোখের নিচের কালো রঙে আসছো তুমি বারেবার
তুমি হয়তো চেনোনা আমায় চেনে তোমার শাড়ির পাড়।
[Chorus]
তবুও ঘুনে ধরা চোখে আমি আঁকছি তোমাকে
চাইছি ধারণ করতে তোমায় অভিনিবেশে।।

( NERVE BD )
www.ChordsAZ.com

TAGS :