Song: The Earth Hour ChillHop LoFi
Viewed: 71 - Published at: 3 years ago
Artist: Tahmid Islam
Year: 2021Viewed: 71 - Published at: 3 years ago
নির্ঘুম রাত জাগি তোমায় ছাড়াই বাঁচি, তুমি হারাবেই, অজান্তেই তবুও আমি এখানেই আছি। বৃথাই হারানো তোমার অস্থিত আমার হাহাকার ধংস হয়ে আজও বাঁচি দেখো একাই আমি দুঃখ মুছি। দিগন্তে সূর আঁকি পথচারী হয়ে স্বপ্ন দেখি, সূর হারিয়েই, তোমাকে ছেড়েই আবছা আলোয় তোমায় দেখি কেনো আমার হৃদয় জড়তার পাইনা খোঁজ তোমার ঠিকানার কতোদিন এভাবে চলা বাকি অজানায় আজো তোমায় খুঁজি
( Tahmid Islam )
www.ChordsAZ.com