Song: Tmar AsaiFeat.Far
Year: 2021
Viewed: 103 - Published at: 6 years ago

পুরোনো সেই শূন্যতায়
ঘিরে আমি হারিয়ে যাই
দেখতে আমি চাই যে তোমায়
হৃদয় আমার জ্বলে যায়
আবারো হতাস সেই আমি
যন্ত্রণায় হারিয়ে যাই
ডুবে যাই তোমার খেয়ালে
মন আমায় বলছে তাই
তোমায় হারাবার ভয়ে থাকি স্বপ্ন তে
হয়ত বা আর হবে না
তোমার আমার কথা তবে
তোমায় পাওয়ার ইচ্ছে তবু রয়ে গেছে
জানি তুমি ফিরে আসবে না
তবু আমি বসে একা
তোমার আসায়
তোমার আসায়
তোমার আসায়
তোমার আসায়
তোমার আসায়
তোমার আসায়
তোমার আসায়
মেঘে ছায়া মন আমার
আর্তনায় কাঁদছে দিনভর
মানে না আর বাধা-হানি
ডাকছে তোমায় বার-বার
নিঃস্ব তাই হয়ে আমি
স্তব্ধতায় রয়ে আমি
জানি না কিভাবে ভুলবো
বেদনা স্বয়েছি আনমনে
তোমায় হারাবার ভয়ে থাকি স্বপ্ন তে
হয়তো বা আর হবে না
তোমার আমার কথা তবে
তোমায় পাওয়ার ইচ্ছে তবু রয়ে গেছে
জানি তুমি ফিরে আসবে না
তবু আমি বসে একা
তোমার আসায়
তোমার আসায়
তোমার আসায়
তোমার আসায়
তোমার আসায়(জানি তুমি আসবে না ফিরে)
তোমার আসায় (কেনো তুমি আসবে না ফিরে)
তোমার আসায় (কখনো তুমি আসবে না ফিরে)
তোমার আসায় (তুমি তো আর আসবে না ফিরে)
আমি আর পারছি না কিভাবে ভুলি
স্মৃতিগুলো, হাসি তোমার
ছেয়ে আছে মনে আমার
কেনো তুমি শুনছো না এই কান্না আমার
হৃদয়ে পেয়ে ব্যথা
বসে আছি একা একা
একা একা
একা একা
একা একা
তোমার আসায়(তোমার আসায়)
তোমার আসায়(তোমার আসায়)
তোমার আসায়
তোমার আসায়
তোমার আসায়(তোমার আসায়) (জানি তুমি আসবে না ফিরে)
তোমার আসায় (তোমার আসায়) (কেনো তুমি আসবে না ফিরে)
তোমার আসায় (কখনো তুমি আসবে না ফিরে)
তোমার আসায় (তুমি তো আর আসবে না ফিরে)
℗ 2021 Indiefy

( False Correction )
www.ChordsAZ.com

TAGS :