তোমার হাঁসিতে ঝড়ে যায় যেন
গাছের সব পাতা
উষ্ণ চাঁদর তুমি আমার লেখা শত কবিতা
“আনমনে যদি মেঘ জমে বৃষ্টি হয় তুমি
বাসবো ভালো গোপন শারে থাকো একটু ঋণী”
দুহাতে তোমার কাঁকন বাজে
বাজে নূপুরের সূর
স্পর্শে তোমার রঙিন লাগে
আমার প্রতিটা দুপুর
“আনমনে যদি মেঘ জমে বৃষ্টি হয় তুমি
বাসবো ভালো গোপন শারে থাকো একটু ঋণী”
চোখেতে তোমার কাজল হাসে
চলে নাচে ঘাসফুল
তোমার প্রেমে পাগল হয়ে
করিনি তো কোনো ভুল
“আনমনে যদি মেঘ জমে বৃষ্টি হয় তুমি
বাসবো ভালো গোপন শারে থাকো একটু ঋণী”
গাছের সব পাতা
উষ্ণ চাঁদর তুমি আমার লেখা শত কবিতা
“আনমনে যদি মেঘ জমে বৃষ্টি হয় তুমি
বাসবো ভালো গোপন শারে থাকো একটু ঋণী”
দুহাতে তোমার কাঁকন বাজে
বাজে নূপুরের সূর
স্পর্শে তোমার রঙিন লাগে
আমার প্রতিটা দুপুর
“আনমনে যদি মেঘ জমে বৃষ্টি হয় তুমি
বাসবো ভালো গোপন শারে থাকো একটু ঋণী”
চোখেতে তোমার কাজল হাসে
চলে নাচে ঘাসফুল
তোমার প্রেমে পাগল হয়ে
করিনি তো কোনো ভুল
“আনমনে যদি মেঘ জমে বৃষ্টি হয় তুমি
বাসবো ভালো গোপন শারে থাকো একটু ঋণী”
( Didar Khan )
www.ChordsAZ.com