Song: Shoto Asha
Artist:  Shunno
Year: 2009
Viewed: 14 - Published at: 6 years ago

[Intro]
শত আশা
শত আশা
শত আশা
শত আশা

[Verse-1]
কিছু পাবার আশায়
স্বপ্নগুলো আজ সত্যির পথে
কিছু দেখাবো বলে
স্বপ্নগুলো আজ মুক্তির পথে

[Pre-Chorus]
আজ সব পথ পেরিয়ে
শত বাধা এড়িয়ে
লক্ষ্য খুঁজতে চাই
আজ সব পথ পেরিয়ে
শত বাধা এড়িয়ে
লক্ষ্য খুঁজতে চাই
আজ সব পথ পেরিয়ে
শত বাধা এড়িয়ে
লক্ষ্য খুঁজতে চাই
আজ সব পথ পেরিয়ে
শত বাধা এড়িয়ে
লক্ষ্য খুঁজতে চাই
[Chorus]
শত আশা
শত আশা
শত আশা
শত আশা

[Verse-2]
আজ হাতে রেখে হাত
স্বপ্নগুলো আজ
একসাথে
ভুলে যাব না বলে
স্বপ্নগুলো আজ সৃষ্টির পথে

[Pre-Chorus]
আজ সব পথ পেড়িয়ে
শত বাঁধা এড়িয়ে
লক্ষ্য খুজতে চাই
আজ সব পথ পেরিয়ে
শত বাধা এড়িয়ে
লক্ষ্য খুঁজতে চাই

[Instrumental Break]

[Outro]
আশাগুলো আজ আলো হয়ে জ্বলে উঠে
আশাগুলো আজ হেসে তৃপ্তি নেয়
এতে নেই কোন পিছু টান নেই কোন বাঁধা
শত আশা
শত আশা
শত আশা
শত আশা
শত আশা
শত আশা

( Shunno )
www.ChordsAZ.com

TAGS :