Verse 1 : Trojar
সাদা চাদর, এক মা আর নিষ্পাপ তার শিশু
শুয়ে শোনে পরিবার যেন সাদা কাপড় কিনে
তাদের পুঁতে ফেলতে চায় মাটির অতল গভীরে
কেন দেয়নি জন্ম শালি একটি ছোট ছেলে?
বল কিভাবে পালবি এই সুন্দর মেয়েটিকে?
কিভাবে দিবি ছেড়ে জানোয়ার ভরা দুনিয়াতে?
কিভাবে ভাববি তুই নিরাপদে তোর মেয়ে?
যখন দেখবি খবরের কাগজ ভরা শুধুই রেপ কেসে।
কিভাবে রাখবি বাঁচিয়ে যখন সমাজ চায় না?
তার পায়ের ফাঁকে নজর দিয়ে সব হিংস্র হায়না
সুযোগের অপেক্ষায়, মানুষ সে ভাবিস না
সমাজের কাছে সে যে শিকার এক অসহায়।
তারপরো বেঁচে থাকার লড়াইয়ে আজ এগিয়ে সে
বাধা আর ঝড়, করে ভর তার কাঁধে এসে
সবাই তাকে দেখে ভাবে একটি যোনি শুধুই
খাঁচার ভেতর পাখি পেতে চায় মুক্তি যে
Hook :-
বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত বোন আমার?
বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত দেশ?
আবার বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত বোন আমার?
বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত দেশ?
Verse 2 : FRAZE
শুনো শুনো জনগন, শুনো দিয়া মন
প্রতিদিন Import ধর্ষণের কাফন
যাত্রীবাসে একা পেয়ে গণধর্ষণ
Rape এর record ভেঙে award করবে দেশ অর্জন!
দারিদ্র্যসীমায় নিচে ছিলো, আজ চরিত্রসীমার
যে যাকে পারে করতেসে টিস্যুর মতো ব্যবহার
আমরা নিজের বোনের জন্য রক্ষার হাতিয়ার
কিন্তু অন্যের বোনের জন্য আমরাই সে জানোয়ার।
আমার স্বাধীন দেশ, স্বাধীন বাংলা
বাক-স্বাধীনতার রূপে করি আমরা অবহেলা
আজ সবাই স্বার্থপর
MC College Zone, ধর্ষক মূর্খ নেতা সব
৬টা হায়নার ১টা শিকার, মনে তাদের হিংস্র লোভ!
৪ বছর পেরিয়ে, তনু হত্যার বিচার কবে?
আইন Judge করে Trend এ, এই আইন কী অন্ধ তবে?
দেশে ২-৪টা থাপ্পর মারায় জুনায়েদ যায় জেলে
হাজারো ধর্ষণ case file কিন্তু নাই বিচার কোর্টে।
Hook :-
বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত বোন আমার?
বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত দেশ?
আবার বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত বোন আমার?
বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত দেশ? আবার
সাদা চাদর, এক মা আর নিষ্পাপ তার শিশু
শুয়ে শোনে পরিবার যেন সাদা কাপড় কিনে
তাদের পুঁতে ফেলতে চায় মাটির অতল গভীরে
কেন দেয়নি জন্ম শালি একটি ছোট ছেলে?
বল কিভাবে পালবি এই সুন্দর মেয়েটিকে?
কিভাবে দিবি ছেড়ে জানোয়ার ভরা দুনিয়াতে?
কিভাবে ভাববি তুই নিরাপদে তোর মেয়ে?
যখন দেখবি খবরের কাগজ ভরা শুধুই রেপ কেসে।
কিভাবে রাখবি বাঁচিয়ে যখন সমাজ চায় না?
তার পায়ের ফাঁকে নজর দিয়ে সব হিংস্র হায়না
সুযোগের অপেক্ষায়, মানুষ সে ভাবিস না
সমাজের কাছে সে যে শিকার এক অসহায়।
তারপরো বেঁচে থাকার লড়াইয়ে আজ এগিয়ে সে
বাধা আর ঝড়, করে ভর তার কাঁধে এসে
সবাই তাকে দেখে ভাবে একটি যোনি শুধুই
খাঁচার ভেতর পাখি পেতে চায় মুক্তি যে
Hook :-
বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত বোন আমার?
বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত দেশ?
আবার বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত বোন আমার?
বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত দেশ?
Verse 2 : FRAZE
শুনো শুনো জনগন, শুনো দিয়া মন
প্রতিদিন Import ধর্ষণের কাফন
যাত্রীবাসে একা পেয়ে গণধর্ষণ
Rape এর record ভেঙে award করবে দেশ অর্জন!
দারিদ্র্যসীমায় নিচে ছিলো, আজ চরিত্রসীমার
যে যাকে পারে করতেসে টিস্যুর মতো ব্যবহার
আমরা নিজের বোনের জন্য রক্ষার হাতিয়ার
কিন্তু অন্যের বোনের জন্য আমরাই সে জানোয়ার।
আমার স্বাধীন দেশ, স্বাধীন বাংলা
বাক-স্বাধীনতার রূপে করি আমরা অবহেলা
আজ সবাই স্বার্থপর
MC College Zone, ধর্ষক মূর্খ নেতা সব
৬টা হায়নার ১টা শিকার, মনে তাদের হিংস্র লোভ!
৪ বছর পেরিয়ে, তনু হত্যার বিচার কবে?
আইন Judge করে Trend এ, এই আইন কী অন্ধ তবে?
দেশে ২-৪টা থাপ্পর মারায় জুনায়েদ যায় জেলে
হাজারো ধর্ষণ case file কিন্তু নাই বিচার কোর্টে।
Hook :-
বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত বোন আমার?
বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত দেশ?
আবার বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত বোন আমার?
বল কী মুক্ত, মুক্ত আজ?
বল কী মুক্ত দেশ? আবার
( Fraze )
www.ChordsAZ.com